আমি
ও অতীত
.............শ্রী
বদলেছি
আমিও ঠিক তোমার মতো
সাহিত্যকেও
দিয়েছি ছুটি।
এস এম
এস এ চলছে আবেগের আবেদন
ব্যথৄ
হয়েছে আমার সব চিঠি
সমাজের
সাথে কাঁধ মিলিয়ে
আজ
আমিও সবার মতো।
কবিতায়
আর করি না প্রেম নিবেদন
ফেসবুক
আর হোয়াটস আ্যপ এই মজাই মন।
হারমনিয়ামটা তুলে রেখেছি
গিটারেই করি সব সাধন।
বই এর ফাঁকেও আর রাখি না ছবি
মোবাইল অ্যালবামেই সব স্মৃতি সব সেলফি।
চাঁদ চাইলে চাঁদ এনে
দেবো...
চলে না এসব কাব্যি।
কাজ করে না এখন আর
মা কালির দিব্যি।
সত্যি...বিসত্র ব্যবধান,
তবুও আশাবাদী আমি
যদি কখনো বিচ্ছেদ হয়
তোমার আগামীর সাথে...
Comments
Post a Comment