সিমলিপাল , জামুয়াণিতে এক রাত্রি ,নওয়ানাতে এক রাত্রি এবং চাহালাতে এক রাত্রি আমি আগেই বলেছি জঙ্গলে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। এবারও সে রকমই মার্চের ইয়ার এন্ডিং শেষ হওয়ার পর, এপ্রিলের শুরুতেই আমরা সবাই মিলে প্ল্যান করতে লাগলাম যে এবার কোথায় যাবো । আমরা ৮ জন । এরমধ্যে পাঁচজন পাহাড়ে যেতে চাইল আর বাকি আমরা সবাই জঙ্গলে । তর্ক শুরু হলো। পাহাড় না জঙ্গল ? যাইহোক অনেক তর্ক-বিতর্ক করে জয়ী হলো জঙ্গল । আমার মনে সিমলিপাল যাওয়ার ইচ্ছা টা অনেক দিন ধরেই ছিল । যাইহোক সুযোগ বুঝে বললাম তারপরে অনেকে রাজি হয়ে গেল, কয়েকজন একটু কিন্তুবোধ করলেও ,বাকি সবাইকার জোর যারে তারা আর কিছু বলল না । এবার আমাদের কাজ হল সিমলিপাল এর কোন এলাকায় একটা ফরেস্ট রেস্ট হাউস বুক করা। আমরা সেই আশায় ফোন করলাম ওড়িশার বারিপদার বনদপ্তরে। কথাবার্তায় তিন দিনের প্ল্যান বানানো কমপ্লিট । জামুয়াণিতে এক রাত্রি ,নওয়ানাতে এক রাত্রি এবং চাহালাতে এক রাত্রি । এবার বলি সিমলিপাল যাওয়ার আমার এত ইচ্ছে কেন সিমলিপাল এ যেমন আছে বাঘের বাসা তেমনি লেপার্ড ,হাতি ,বাঘ ভাল্লুক ,4-5 রকমের হরিণ, কাঠবিড...
Creativity has no limits..