Aldona Goa - Most Beautiful Village In The World
আলদোনা
অনেকদিন ধরেই ভাবছিলাম কোনো গ্রামে ঘুরতে যাবো। তো প্রথমেই গুগলে সার্চ করলাম । অনেকগুলি গ্রামের নামই এলো । তার মধ্যে কোনো একটা সিলেক্ট করা সত্যিই কঠিন। আমরা ঠিক করলাম এমন কোনো জায়গায় যাবো যেখানে প্রায় এক সপ্তাহ শান্তিতে থাকতে পারবো , যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য হবে মনোরম । আমাদের এক বন্ধু গোয়া তে job করে, আমরা ঠিক করলাম প্রথমে তার রুমে পৌছাবো । তারপর সেখান থেকে car এ করে আমরা যাবো নর্থ গোয়া । সেখানেই আলদোনা গ্রাম ।বারদেজ সাব ডিস্ট্রিক্ট এর মধ্যে এই গ্রামটি অবস্থিত ।
আমরা যখন গিয়ে পৌছালাম তখন প্রায় বিকেল ৫ টা । Alor Grande Holiday Resort এ উঠলাম । প্রথমেই যেটা মনে হলো এটা খুবই শান্ত জায়গা, এখানকার জল হাওয়া খুবই ভালো। যখন ডাক্তাররা বলেন শরীরের উন্নতির জন্য কোনো জায়গায় ঘুরতে যেতে , তখন আলদোনা তে যাওয়া যেতে পারে ।
সেন্ট থমাস চার্চ
১৯২৩ সালে সেন্ট থমাস স্কুল এর প্রথম প্রিন্সিপাল ছিলেন তিনি । কিছুটা দূরেই সেন্ট থমাস চার্চ, যেটা ঠিক এই গ্রামটার মাঝখানে। দেখতে এটা মন্দিরের মতো এবং খুব সুন্দর।
মাপুসা নদীর পাশে এটা অবস্থিত চারিপাশে সবুজ গাছগাছালি এবং এই চার্চটি সাদা রংয়ের ,এর ভিতরে সুন্দর অনেক ছবি আঁকা আছে ।
সিমেট্রি
তারপরে আমরা গেলাম সিমেট্রিতে, যেখানে মৃতদেহ কবর দেয়া হয় ।সিম্মেট্রি টা সত্যি খুব সুন্দর দেখতে এবং পুরো সাদা খুবই স্নিগ্ধ । এখানে চুপচাপ অনেকক্ষন বসে রইলাম ।সত্যি এর সৌন্দর্য চুপচাপ উপলব্ধি করা ছাড়া বাক্যে প্রকাশ করা খুবই কঠিন ।
কেবল ব্রিজ
তারপরে আমরা একটা ব্রিজ দেখতে গেলাম যে ব্রিজটা আলদোনা করজেউম গ্রামের সাথে এক করেছে মাপুসা নদীর উপর দিয়ে । ব্রিজ টা কিছু তার দিয়ে বানানো ।এটা গোয়ার প্রথম তার দিয়ে বানানো ব্রিজ যেটা দুটো গ্রাম কে এক করেছে ।
সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এটি অত্যন্ত সুন্দর দেখতে লাগে ।
করজেউম ব্রিজ
তারপরে আমরা দেখতে গেলাম করজেউম ব্রিজ ।এই ব্রিজ তৈরির পিছনে একটা গল্প আছে এখানে 4 জন বাচ্চা মেয়ে এবং দুজন স্কুলে যাওয়ার সময় মারা যান নদী পারাপার করতে গিয়ে । তারপরেই এই ব্রিজ বানানো হয় ।ব্রিজ এর আগে একটি জায়গায় এনাদের নাম এবং ছবি দেওয়া আছে ।সেখান থেকে গেলাম স্টোন ব্রিজ দেখতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা ইট দিয়ে বানানো ব্রিজ ,আর নিচের জলে কিছু ফিশিংবোট দাঁড় করানো। সৌন্দর্যটা সত্যিই অপরূপ ।
করজিউম ফোর্ট
তার পরে সেখান থেকে গেলাম করজিউম ফোর্ট ।
ইসলামিক আদলে বানানো একটা ফোর্ট। এটি অনেক পুরনো এবং এটি পুরোপুরি ইট দিয়ে তৈরি ।ছোট্ট, খুব বেশী বড় নয়। কিন্তু দেখতে খুবই ভালো ,এর আর্কিটেকচার টা খুবই সুন্দর।
ফোর্টের চারপাশে চারটি রাস্তা আছে যা উপর থেকে নিচে এসেছে। হয়তো কোন পশুকে উপরে নিয়ে যাওয়া বা কোন ভারী জিনিসপত্র কে ওপর-নিচ করার জন্য এটা ব্যবহার হতো ।
একটা ছোট গ্রামের মধ্যে কত বৈচিত্র আর সবকিছুই খুবই সুন্দর, অপরূপ ।এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিপাশের সবুজ গাছগাছালি সত্যিই মনকে শান্ত করে দেয় । গোয়া এলে পাশের এই গ্রাম টা দেখতে ভুলবেন না ।
ঘুরতে ঘুরতে খুবই খিদে পেয়ে গেছিল ।এখানে চারিপাশে যে খুব বেশি দোকান আছে তা নয় ।কিন্তু টুরিস্ট স্পট গুলোর আশেপাশে কয়েকটা ছোট ছোট দোকান আছে ।সেরকমই একটা দোকানে ঢুকে আমরা সিঙ্গারা খেলাম ।
তারপর কিছুটা ঘুরে আবার আমরা রুমে ফিরে এলাম এবং রাতটা শান্তিতে সবাই মিলে গল্প করে ,প্রাকৃতিক সৌন্দর্য দেখে কাটালাম ।তার পরের দিন আবার ফিরে এলাম গোয়াতে।
গোয়া ভ্রমণ এর গল্পটা পরের ব্লগে বলবো।
আমার ঘোরা ঘুরির গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন ।
Comments
Post a Comment