পাখিরালয়
Pakhiralay, Purbasthali, West Bengal
ঘুরতে যাওয়ার জন্য খুবই মনোরম জায়গা আর ওয়াল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য অত্যন্ত ভালো জায়গা । কলকাতা থেকে দূরত্ব 133 km ব্যারাকপুর,বলাগর, কালনা পথে এলে। তাছাড়া ট্রেনে হাওড়া থেকে কাটোয়া লোকালে তিন ঘণ্টার মধ্যেই পূর্বস্থলী পৌঁছানো যায় ।
![]() |
যেহুতু জায়গাটি অনেক বড়ো এবং কাছে গেলে পাখি উড়ে যেতে পারে তাই bagpack এ অবশ্যই দূরবীন রাখতে হবে । আমরা অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম ,কিন্তু সবার একসাথে সময় হয়ে উঠছিলো না । তারপরে আমরা ডিসেম্বর এর প্রথম সপ্তাহে পাখিরালয় গেলাম । এখানে থাকার জায়গা বলতে একটাই হোটেল পরিযায়ী আবাস।
PARIJAYEE ABAS
Post – Kasthashali, Police Station: Purbasthali
District - Burdwan
PIN – 713513
![]() |
পূর্বস্থলী স্টেশনে নেমে লোকাল রিক্সা বা টোটো তে পাখিরালয় পৌঁছতে খুব বেশী সময় লাগলো না ।
পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে কুয়াশার মধ্যে বেরিয়ে পরলাম পাখি দেখতে।
![]() |
লেকের কাছে পৌঁছাতেই দেখলাম কিছু নৌকা বাঁধা ।
![]() |
মাঝিরা পর্যটকদের নিয়ে ছোটো নৌকা বা খেয়া ই করে চরের আসে পাশে ঘুরতে নিয়ে যাচ্ছে । কুয়াশা আস্তে আস্তে সরে যেতে লাগলো ।
![]() |
Pakhiralay-Purbosthali-Nouka bihar-Secreative |
![]() |
Home of thousands of travelling migratory birds
আমরা গাছের আসে পাশে , জলের মাঝে রাখা বাসগুলোর ওপরে অনেক পাখি দেখলাম । রেড ক্রেস্টেড পোচার্ড , হোয়াইট ব্রয়েড ওয়াগটেল,অসপ্রে ,ব্রোঞ্জ উইনগেড জাকানা , কালো মাথা আইবিস ,বিভিন্ন ধরণের মাছরাঙা আরো অনেক নাম না জানা পাখি দেখলাম ।![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
সব ছবি তুলতে পারিনি কিন্তু যেতে আস্তে অনেক পাখি দেখেছি, তারপর আস্তে আস্তে রোদ বাড়লো, আমরা ফিরে আসতে লাগলাম । এসে দেখি পাখিরালয় এর সামনের মাঠটাতেই অনেকে এসে পিকনিক করছে। এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগেনি কারণ এখানে Music চালানো নিষিদ্ধ হলেও লোকজনের কথাবার্তায় জায়গাটার মাধুর্য কোনো না কোনো ভাবে নষ্ট হচ্ছে ।
সামনে কিছু ফুচকা,লুচি তরকারির দোকান ,আর অনেক লোকজন । যাই হোক পাখিরালয় পাখি দেখা ও ছবি তোলার জন্য খুবই ভালো জায়গা । তবে দুপুর বেলা সব পাখি দেখা যায় না ,তাই রাতে হোটেলে থেকে ভোরবেলায় পাখি দেখতে বেরোনোই ভালো ।
এছাড়া এখানে দুটি গ্রাম আছে এই ভাগীরথীর ধারে ,চুপি ও কাষ্ঠশালী ।এখানে বহু পুরোনো ঐতিহাসিক প্রাসাদ আছে । তাছাড়াও এই চুপি গ্রামে দুটি পুরোনো টেরাকোটা মন্দির আছে ।
![]() |
Comments
Post a Comment