Skip to main content

Pakhiralay, Purbasthali, West Bengal - Home of thousands of travelling migratory birds পাখিরালয়

পাখিরালয়

Pakhiralay, Purbasthali, West Bengal


পাখিরালয় নাম শুনেই বোঝা যায় পাখিদের আবাসস্থল । কিন্তু সব সময় এখানে পাখি দেখা যায় না। বর্ধমান জেলার পূর্বস্থলীতে ভাগীরথী নদীর থেকে কিছু চর তৈরী হয় শীতকালে ,যা আবার বর্ষার সময় পুরোপুরি হারিয়ে যায় ।শীতকালে এই চরেই বিভিন্ন ধরণের ঘাস ও গাছ জন্মায়।আর এই সময়ই সাইবেরিয়া ও বিভিন্ন জায়গা থেকে পাখিরা উড়ে আসে পূর্বস্থলীতে
ঘুরতে যাওয়ার জন্য খুবই মনোরম জায়গা আর ওয়াল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য অত্যন্ত ভালো জায়গা । কলকাতা থেকে দূরত্ব 133 km ব্যারাকপুর,বলাগর, কালনা পথে এলে। তাছাড়া ট্রেনে হাওড়া থেকে কাটোয়া লোকালে তিন ঘণ্টার মধ্যেই পূর্বস্থলী পৌঁছানো যায় ।

Pakhiraloi-Purbostholi-Forest-Secreative
Pakhiralay-Purbosthali-Forest-Secreative

যেহুতু জায়গাটি অনেক বড়ো এবং কাছে গেলে পাখি উড়ে যেতে পারে তাই bagpack এ অবশ্যই দূরবীন রাখতে হবে । আমরা অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম ,কিন্তু সবার একসাথে সময় হয়ে উঠছিলো না । তারপরে আমরা ডিসেম্বর এর প্রথম সপ্তাহে  পাখিরালয় গেলাম । এখানে থাকার জায়গা বলতে একটাই হোটেল পরিযায়ী আবাস
PARIJAYEE ABAS
Kasthashali Banbithi  
Post – Kasthashali, Police Station: Purbasthali
District - Burdwan
PIN – 713513
Pakhiraloy-Purbostholi-Cottage-porijayi abas-Secreative
Pakhiralay-Purbosthali-Cottage-porijayi abas-Secreative

পূর্বস্থলী স্টেশনে নেমে লোকাল রিক্সা বা টোটো তে পাখিরালয় পৌঁছতে খুব বেশী সময় লাগলো না ।
পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে কুয়াশার মধ্যে বেরিয়ে পরলাম পাখি দেখতে।
Pakhiraloy-Purbostholi-Forest-Secreative
Pakhiralay-Purbastholi-Forest-Secreative

লেকের কাছে পৌঁছাতেই দেখলাম কিছু নৌকা বাঁধা ।
Pakhiralay-Purbostholi-Oxbow lake-Secreative
Pakhiralay-Purbosthali-Oxbow lake-Secreative

মাঝিরা পর্যটকদের নিয়ে ছোটো নৌকা বা খেয়া ই করে চরের আসে পাশে ঘুরতে নিয়ে যাচ্ছে । কুয়াশা আস্তে আস্তে সরে যেতে লাগলো ।
Pakhiralay-Purbostholi-Nouka bihar-Secreative
Pakhiralay-Purbosthali-Nouka bihar-Secreative

Pakhiralay-Purbosthali-People-Secreative
Pakhiralay-Purbosthali-People-Secreative

Home of thousands of travelling migratory birds

আমরা গাছের আসে পাশে , জলের মাঝে রাখা বাসগুলোর ওপরে অনেক পাখি দেখলাম । রেড ক্রেস্টেড পোচার্ড , হোয়াইট ব্রয়েড ওয়াগটেল,অসপ্রে ,ব্রোঞ্জ উইনগেড জাকানা , কালো মাথা আইবিস ,বিভিন্ন ধরণের মাছরাঙা আরো অনেক নাম না জানা পাখি দেখলাম ।
Pakhiralay-Purbasthali-Black Headed Ibis -Secreative
Pakhiralay-Purbasthali-Black Headed Ibis -Secreative

Pakhiralay-Purbasthali-Kingfisher -Secreative
Pakhiralay-Purbasthali-Kingfisher -Secreative

Pakhiralay-Purbosthali-Lesser Whistling Teals -Secreative
Pakhiralay-Purbosthali-Lesser Whistling Teals -Secreative

Pakhiralay-Purbosthali-Purple Moorhen -Secreative
Pakhiralay-Purbosthali-Purple Moorhen -Secreative

Pakhiralay-Purbosthali- Red Crested Pochards -Secreative
Pakhiralay-Purbosthali- Red Crested Pochards -Secreative


সব ছবি তুলতে পারিনি কিন্তু যেতে আস্তে অনেক পাখি দেখেছি, তারপর আস্তে আস্তে রোদ বাড়লো, আমরা ফিরে আসতে লাগলাম । এসে দেখি পাখিরালয় এর সামনের মাঠটাতেই অনেকে এসে পিকনিক করছে। এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগেনি কারণ এখানে Music চালানো নিষিদ্ধ হলেও লোকজনের কথাবার্তায় জায়গাটার মাধুর্য কোনো না কোনো ভাবে নষ্ট হচ্ছে ।
Pakhiraloi-Purbostholi-Picnic-Spot-Secreative

Pakhiraloi-Purbostholi-Picnic Spot-Secreative

সামনে কিছু ফুচকা,লুচি তরকারির দোকান ,আর অনেক লোকজন । যাই হোক পাখিরালয় পাখি দেখা ও ছবি তোলার জন্য খুবই ভালো জায়গা । তবে দুপুর বেলা সব পাখি দেখা যায় না ,তাই রাতে হোটেলে থেকে ভোরবেলায় পাখি দেখতে বেরোনোই ভালো ।

এছাড়া এখানে দুটি গ্রাম আছে এই ভাগীরথীর ধারে ,চুপি ও কাষ্ঠশালী ।এখানে বহু পুরোনো ঐতিহাসিক প্রাসাদ আছে । তাছাড়াও এই চুপি গ্রামে দুটি পুরোনো টেরাকোটা মন্দির আছে ।

Pakhiraloy-Purbostholi Chupi terakota temple -Secreative
Pakhiralay-Purbasthali Chupi terakota temple -Secreative

কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই এলাকার বাসিন্দা ছিলেন।


যাওয়ার আগে মনে রাখবেন

1 দূরবীন নিয়ে যাওয়া আবশ্যিক , ক্যামেরার দূরের জুম লেন্স নিতে হবে ।
2 নৌকাতে বেশি কথা বললে বা চিৎকার করলে পাখিরা লুকিয়ে যায় ।
3 জল ও আশেপাশের সমস্ত জায়গা পরিষ্কার রাখা বাঞ্চনীয় ।
4 ছাতা,টর্চ, মোমবাতি ও দেশলাই বাক্স সাথে রাখলে সুবিধা হবে ।

Comments

Popular posts from this blog

Most Promising, Rising Female Teen Artist of 2019 - artsyypics

Most Promising, Rising Female Teen Artist of 2019 There's no denying that many new artists are rising today, but the more interesting part is that a lot of them are very young. Amazingly, this young artist (Artsyypics) already proving just how much talent She can share with the world. Profile :   Artsyypics   Real Name :   Toby From :   CA Instagram : Click Here She started her drawing career by posting artwork on Instagram . She is a Self-taught artist, has loved art since a really young age and continues to create art in various media. Hopes to improve skills even more in the future!  In a few months, she started to draw beautiful landscapes and portraits. Can you believe she's only 18 years old ?  You know I can't. But with her beautiful and unique drawings and color combination, She is set to be one of the brightest stars of her generation. She continues to wow us everyday with her style...

Maqbool Fida Husain M.F Hussain - Picasso of India

Maqbool Fida Husain M.F Hussain - Picasso of India India's best known 'art maestro' Maqbool Fida Husain popular know as MF Hussain is one of India's most charismatic artist who had redefined art to a great extent. According to Forbes magazine, he was "Picasso of India" for his wide repertoire of works of art. Date of Birth: September 17, 1915 Place of Birth: Pandharpur, Maharashtra, India Date of Death: June 9, 2011 Place of Death: London, England Professions: Painting, drawing, filmmaking Spouse: Fazila Bibi Children: Shamshad Hussain, Raisa Husain, Mustafa Husain, Owais Husain, Shafaat Husain, Aqueela Husain Father: Fida Husain Mother: Zunaib Husain Awards: Padma Bhushan (1973), Padma Vibhushan (1991) Maqbool Fida Husain was one of the most famous artists of India, known all over the world for his amazing paintings that he created during his lifetime. So huge is the popularity of his paintings that M. F. Husain was called the ...

Watercolor by Joseph Zbukvic

Watercolor by Joseph Zbukvic Joseph Zbukvic (born in Zagreb, Croatia) is a leading master of the watercolor medium of his time. His impressive achievements and enormous success is due to his ability to transform any subject into visual poetic language. Covering an infinite variety of subjects, his sensitive, lyrical and atmospheric paintings have captured people and galleries from all around the world. Due to his exceptional drawing skills and extraordinary abilities in art, he is proficient in any medium. However, it is his passion for watercolor that has led him to become a unique master of that medium. Although greatly admired for his soft moody impressions of rural life, Joseph also produces strong urban scenes and powerful equestrian images. He has always had a deep connection and affection for the laborer and the common man and it is these works that are also his finest paintings ever produced in watercolor. The artist now lives in Melbourne, Australia. ...