ভালোবাসা
..................শ্রী
সারাদিনে অনেকবার ভালোবাসা নামটা শুনি
ভালোবাসা পাওয়ার জন্য কখনো অভিনয় করি,
কখনো লড়াই করি,আবার কখনো কাঁদি ।
অনেকগুলো জীবন প্রতিদিন ভালোবাসা না পেয়ে
শেষ হয়ে যাচ্ছে বা শেষ করে দিচ্ছে নিজেকে।
ভেবে দেখলে সকাল থেকে রাত অবধি আমরা
যা যা করছি
তার কাটা ছেঁড়া করলে কোথাও না কোথাও
এই শব্দটা উঠে আসবেই
ভালোবাসা ।
সত্যি করে যখন ভালোবাসার সংজ্ঞা খুঁজতে
যাই,
তখন মনে হয় এই একটা শব্দ অনেক শব্দের
বোঝা
নিজে বয়ে বেরাচ্ছে, নয়তো বা ভালোবাসা
শব্দটাই অর্থহীন ।
আমরা প্রিয় মানুষের কাছে
গুরুত্ব চাই,সময় চাই,
আশা করি যে সে আমাদের অব্যক্ত কথাগুলো বুঝবে,
সে আমাদের নিজের সবটুকু দিয়ে খুশী রাখার চেষ্টা করবে,
পরিশ্রান্ত হয়েও চোখে চোখ পরলে
এক উল্লাস ফুটে উঠবে তার চোখে,
আমাদের কষ্টে সে হাত বাড়াবে,চোখের জল মোছাবে..
এইসব কিছু যখন আমরা পাই, তখন আমরা বলি 'ভালোবাসি'.
Comments
Post a Comment