নরনারী
.........শ্রী
জীবনটা শুধু শরীরে বন্দী
একটা খাট আর শোওয়াই গন্ডী
ছুটছে সবাই শরীর খুঁজে
মারছে কোপ সুযোগ বুঝে
এক কম্বলে জড়াজড়ি
এটাই জীবন নরনারী
এক বিছানায় দুটো শরীর
ধর্ম তখন হয় না নিবিড়
যখন শিরায় টানটান
তখন আসে প্রেমের বান।
ফুরিয়ে গেলে আবার খোঁজো
কেও নতুন কেও পুরানো।
কেও করছে হয়ে খুশী
কারোর আবার পেশায় এটি
মানুষগুলো ক্ষুধার্ত সব
কেও চাইছে কেও বা নিরব
কেওবা একা হাতের ওপর
করছে গরম নিজের গতর
বুকের ওপর মুখ গুঁজে কেউ
আনছে নিজের শরীরে ঢেউ
কেউ চুলের মুটি ধরে,
কেউবা আবার দেয় আঁচড়
নগ্ণ যখন দুটো শরীর
আবেগ ওঠে অতল গভীর
এর মধ্যে নেই সমাজ
যখন প্রধান একটা আওয়াজ
হাতের মাঝে শরীর যখন
সার্থকতা সেটাই তখন
যৌনতাই বানায় সমাজ
মহান করে সমস্ত কাজ ।
Comments
Post a Comment