তোমার জণ্য
............ শ্রী
এটা তোমার জণ্য লেখা গল্প
কিছুটা সত্যি আর মিথ্যে অল্প অল্প ।
তোমার কাছে আমি যদি হতাম
রবিঠাকুরের ক্যামেলিয়া
তুমি কখনো বলতে আমায় ,
"আর কতদূরে নিয়ে যাবে মোরে
হে সুন্দরী ? "
হয়তো থাকতাম আমি তোমার অজানা
তবু কি বলতে ?
"আমার সেই তাহার নামটি অঞ্জনা
"
আমি যদি হতাম সেই সাধারণ মেয়ে
তুমি তো আমায় বেশী বুঝতে শরৎবাবুর চেয়ে
আমি যদি সেই সোনার তরীতে দিতাম
তোমায় ঠাঁই
আমি কি তা পেতাম যা আমি চাই
?
উদভ্রান্ত আদিম যুগে স্রষ্টা
যদি হতাম আমি
সৃষ্টিকে ক্ষণে ক্ষণে করতাম পশ্চাদগামী
শুধু বানাতাম তোমার আমার দুনিয়া,
তবে ডাকতে কি একবারো কৃষ্ণকলি
বলিয়া ?
প্রহরী হয়ে আলো জ্বালাই যদি
রাজপথে
একবারও কি ডাকতে আমায় তোমার স্বণপথে ?
বিদ্বেষবিষ ত্যাগ করে যদি পেতে জ্ঞান
তোমার পূজারিনী হয়ে কাটিয়ে দিতাম আমার জীবনপ্রাণ ।
Comments
Post a Comment