শ্রী
আজ বইয়ের পাতা ওল্টাতে গিয়ে তোমার দেওয়া
সেই পাথরকুচির পাতাটা পেলাম,
অনেকদিন পর আবার তোমায় খুব মনে পড়ছে
তুমি কেমন আছো খুব জানতে ইচ্ছে করছে ।
তোমার একবারো মনে পড়ে সেই ১২ই ফেব্রুয়ারী ?
পাজ্ঞাবী পড়ে এসেছিলে আমায় নিতে,আর আমি শাড়ী
।
পার্কের মাঠে হাতে হাত রেখে বললে,তুমি আমায়
ভালোবাসো
আমি উত্তর দিতে পারিনি সেদিন,কিন্তু চেয়েছি
তোমায় ।
কিছুদিন পরেই এই পাথরকুচির পাতাটা দিয়েছিলে
আমায় ।
আমার তো তখন গাছ লাগাবার খুব শখ ছিলো,
কিন্তু যেদিন তোমায় দেখলাম বনানীর সাথে
পার্কে
না !! তারপর থেকে আর গাছ লাগাই নি,
আমার গোলাপ গাছগুলোও সেদিনই কেটে ফেলেছিলাম,
তুমি আমার সাথে আর কথা বলোনি ।
আমিও পারিনি কিছু বলতে..
সত্যি বলতে কী করে বলি বলতো কিছু ?
দোষ তো তোমার নেই
তুমি আমায় সময় দিয়েছিলে,আমি উত্তর দিইনি ।
আর আমি তোমায় চেয়েছিলাম,এতো সহজে হারাবো
ভাবিনি ।
তুমি ঠিক এই পাথরকুচি পাতাটার মতো,
সবার থেকে আলাদা,একটু শক্ত ও
যখন কেউ তোমায় তার থেকে দূরে সরিয়ে দেয়,
তুমি নিজের মধ্যে আরও অনেককে নিয়ে
বিস্তার করে নাও নিজের জগৎ ।
যেমন পাতাটা করেছে বইয়ের মধ্যে
জল,মাটি ছাড়া,ওকে যে গাছটা
থেকে তুমি আলাদা করেছিলে,ওর আর তাকে
দরকারও নে, ঠিক যেমন তোমার আমাকে ।।
Comments
Post a Comment