Adobe Illustrator Bangla Tutorial | Basic to Advanced Tutorial | Graphic Design | Iart Visuel
ইউটিউবে ইলাস্ট্রেটর টিউটোরিয়াল সার্চ করলে, প্রথম ধাপে যে সব ভালো টিউটোরিয়ালগুলো আসে সেই সবি টিউটোরিয়ালগুলো ইংলিশে । তো আমার কোথাও না কোথাও মনে হয়েছে একজন ভালো ডিজাইনার হওয়ার জন্য তাকে ভাল ইংলিশ জানতে হবে এটার কোন অর্থ নেই । এমন বহু মানুষ আছে যারা ডিজিটাল ড্রয়িং বা ইলাস্ট্রেটর শিখতে চাই কিন্তু সেরকম মনের মত টিউটোরিয়াল পায় না ।
তাই আমি সহজ ভাষায় একটা ইলাস্ট্রেটর টিউটোরিয়াল এর সিরিজ শুরু করছি ,যাতে আমি বেসিক থেকে এডভান্স পুরো ইলাস্ট্রেটর শেখানোর চেষ্টা করবো। যেটা শিখলে যে কেউ ভালো ডিজিটাল ড্রয়িং করতে পারবে ।
আমি স্বচ্ছ সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম ,তাতেও যদি কারোর কোন প্রশ্ন থাকে, আপনারা আমায় কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ।
এই টিউটোরিয়াল তাই আমি এডোবি ইলাস্ট্রেটর এর কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছি । পেন টুলের ইউজ নিয়ে আলোচনা করেছি, পেন টুল দিয়ে কি করে কোন সেপ নিয়ে সেটাকে কালার ফিল করতে হয় সেটাও আলোচনা করা হয়েছে ,আর তাছাড়াও সামান্য লাইট অ্যান্ড সেড ক্রিয়েট করা সম্পর্কেও কথা হয়েছে ,এখানে গ্রেডিয়েন্ট এর ইউজ দেখানো হয়েছে এবং আমরা পেন্সিল দিয়ে যে ছবি গুলো আঁকি সেগুলো থেকে আমরা কি করে কি করে ডিজিটাল ড্রইং বানাবো সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
আমি একটা খুব সহজ মাছ বানিয়েছি। যেহেতু এটা প্রথম টিউটরিয়াল ।এর পরে ধীরে ধীরে আমি এর থেকেও একটু কঠিন জিনিস বানাবো। আপনারাও যখন প্রথম কোন ডিজিটাল ড্রয়িং করবেন ,তো ছোটখাটো কোন জিনিস দিয়ে শুরু করবেন তাতে আপনাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার কোন কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও আমায় জানাবেন ।।
Pencil Art To Digital Art - Adobe Illustrator - Tutorial
Lesson - 1 - I’art Visuel
Adobe Illustrator CC
Hi, Welcome to my Youtube Channel I'art Visuel.
About this video :
1.Basics of Adobe Illustrator
2.Use of Pen Tool
3.Making Path and color fill
4.Creating Light and Shadow Effect
5.Using gradient
6.Hand Drawn Sketch To Digital Art
আমি যতটা সম্ভব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আমায় কমেন্ট বক্সে জানাবেন |
Hope you'll like it.
Thank you so much .
Say Hi to me on instagram or Facebook
https://www.facebook.com/IartvisuelOfficial/
https://www.instagram.com/iartvisuel
https://www.instagram.com/art.by_shree/
https://www.facebook.com/ShreeBhattacharya.art/

Comments
Post a Comment