পেপার কুইলিং - Paper Quilling Basics
আজকে আমরা কথা বলবো একটা আর্ট ফর্ম (Art Form) নিয়ে । পেপার কুইলিং । প্রথমত এটি বানানো খুব সহজ ,যেটা যে কেউ বানাতে পারে ।প্রথমে জানতে হবে পেপার কুইলিং কি ?
পেপার স্ট্রিপ বা লম্বা কোন কাগজের টুকরো কে আমরা যদি সরু জিনিস দিয়ে মোড়া তে শুরু করি তাহলে সেটি একটি গোলাকার ধারণ করবে , এবার সেটাতে আঠা লাগিয়ে সেটা যখন পুরোপুরি শক্ত গোল হয়ে যাবে তখন সেটাকে আমরা নখ দিয়ে যে কোন রকম আকার দিতে পারি । এএরকম ভাবেই আমরা একের পর এক গোল বা সামান্য ত্রি কোন জিনিস দিয়ে যে কোন ছবি ফুটিয়ে তুলতে পারি এটি দেখতে খুবই ভালো লাগে কারণ এটি ফ্ল্যাট নয় এটি যেহেতু উঠে থাকে থ্রিডি তো এটা দেখতে খুবই সুন্দর হয় । পেপার কুইলিং এমন একটি শিল্প যেটা করার জন্য তুলি রং কোন কিছুরই প্রয়োজন নেই শুধু কাগজ আর আঠা দিয়ে কি বানানো যায়। এটি বানানোর প্রধান পদ্ধতি হলো পেপার টা কে মোড়ানো বা roll করা । বর্তমানে কুইলিং দিয়ে যেহেতু বিভিন্ন গয়না এবং বিভিন্ন শিল্প হচ্ছে তাই বাজারে কুইলিং এর জন্য পেপার স্ত্রী এবং কুইলিং নিল পাওয়া যায় বাড়িতে এই পেপারস কাজটা যতটা সময় লাগবে দোকান থেকে কিনলে তাই উন্নত মানের এবং প্রতিটি সমান দৈর্ঘ্যের হয় ।
এবার কুইলিং দিয়ে আমরা কি কি আকার বাড়াতে পারি তার কথায় আসা যাক প্রথমত কুইলিং আমরা প্রথমে গুলি করে থাকি এবার সেটা কখনো আমরা টাইপ ভুল করি কখনো বাস এটা লুজ তারপরে এটার আমরা দু পাশে যদি সামান্য চাপ দিই এটা চোখের মতো আকৃতি ধারণ করে ।
নিচের ছবিতে দেখানো হলো বিভিন্ন ধরনের আকার কুইলিং পেপার দিয়ে তৈরি ।
কুইলিং শুরু করার পরে নিজেরাই আমরা বুঝতে পারি যে আমরা কি ধরনের ছবি বানাতে চাই বাস তার জন্য কি ধরনের আকার আমাদের প্রয়োজন আমরা সেই হিসেবে আকার বা নাই তো এটার জন্য আগের কোন প্রশিক্ষণের দরকার নেই এটা পুরোপুরি আমাদের মনের ওপরে যে আমরা কি বানাতে চাইছিস এবং সেটা বানাতে আমাদের কি কি আকারের প্রয়োজন ।
এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভাল আমরা সাদা পেপার বা অন্য কোন রংয়ের কাগজের উপরে যেমন আঠা দিয়ে আটকে আমাদের কুইলিং এর আকার গুলোকে যে কোন ছবি বানাতে পারি তেমন আমরা কুইলিং এর সে গুলোকে একের সাথে এক লাগিয়ে বিভিন্ন ধরনের গয়না বানাতে পারি অর্থাৎ সেই জন্য আমাদের নিচে কোন base বা কাগজের প্রয়োজন নেই ।
আশা করি এই ব্লগ টি পড়ে আপনাদের কুইলিং করতে ইচ্ছা করছে ,আপনার যদি কুইলিং করেন তো কমেন্টে আমায় দেখাবেন এবং যদি কুইলিং সম্পর্কে কোন প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ।
Comments
Post a Comment