ওয়েডিং অ্যালবাম ডিজাইন - Wedding Album Design Tips and Guideline
লেখক : Arghadeep Sikdar
ওয়েডিং অ্যালবাম ডিজাইন পেশা হিসেবে খুবই ভালো এখন অনেকেই এই এই পেশাতে খুব ভালো রোজগার করে থাকেন। এর চাহিদাও দিন দিন বেড়ে চলেছে। এই পেশাতে আসতে গেলে সর্বপ্রথমে আপনার কাছে যে জিনিস গুলো থাকা দরকার সেটি হল একটি উন্নত মানের কম্পিউটার। তারপর যে সফটওয়্যারটি সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে সেটি হল ফটোশপ।
ফটোশপ এর সমস্ত টুল সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। এরপর আপনাকে জানতে হবে অ্যালবাম কত কত সাইজের হয় এবং প্রিন্টিং এ কি কি রকমের পেজ প্রিন্টিং হয়। এবং সেগুলোতে কি ধরনের পেপার ইউজ করা হয়। এগুলো সম্বন্ধে ধারণা থাকলে আপনি এই পেশার জন্য একদম তৈরি।
এবার আসি এই পেশা থেকে আপনি মাসে কিরকম রোজগার করতে পারেন। একজন ভালো ওয়েডিং অ্যালবাম ডিজাইনার মাস প্রতি 15 থেকে 20 কুড়ি হাজার টাকা বাড়িতে বসেই ইনকাম করতে পারেন। এর জন্য দিনে 6 থেকে 8 ঘণ্টা কাজ করলেই যথেষ্ট। যদিও সেটা নির্ভর করছে আপনার স্কিল ও তার সাথে আপনি কত তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করতে পারছেন সেটির উপরে। একটি 20 সিটের সম্পূর্ণ অ্যালবাম তৈরি করলে কম করে 700 থেকে 800 টাকা পাওয়া যায়। এবার আপনি কাজ কোথা থেকে পাবেন? এর জন্য আপনাকে আপনার এরিয়ার আশেপাশে ছোটখাটো ফটোগ্রাফি হাউসগুলো স্টুডিও গুলো সেগুলো সাথে যোগাযোগ করতে হবে। যেহেতু এই পেশায় ভালো ডিজাইনারের খুব চাহিদা সেহেতু আপনি আশা করি আশেপাশের থেকেই কাজ পেয়ে যেতে পারেন। সাথে আপনি যদি কিছু নিজের বানানো টেমপ্লেট দেখাতে পারেন সেটা খুবই ভালো হবে। পরবর্তী কোন ব্লগে আমি এই টেমপ্লেট বানানো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে যদি আপনার আশেপাশে সেরকম ভাল স্টুডিও বা ফটোগ্রাফিক হাউজ না থাকে তাহলে আপনি ফেসবুকে প্রচুর ওয়েডিং ফটোগ্রাফিক গ্রুপ আছে। সেগুলোতেও দেখবেন অনেকে অ্যালবাম ডিজাইনার খোঁজ করছেন তাদের সাথে যোগাযোগ করে আপনি কাজ পেতে পারেন। তবে এক্ষেত্রে একটি সমস্যা থেকে যায় কাজ করার পরে অনেক সময় হয়তো পেমেন্ট পাওয়া যায় না তো সেই ব্যাপারে সচেতন থাকবেন। অবশ্যই এডভান্স নিয়ে তবে কাজটি শুরু করবেন এবং কাজ শেষে ফাইনাল ফাইল পাঠানোর আগে বাকি পেমেন্ট নিয়ে নেবেন।
কোন রকমের সহায়তার জন্য কমেন্টে আমাদের জানান। এবং আপনার নতুন এই পেশার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও আপনাদের উন্নতির কামনা করি।
এই পেশাতে তাদেরই আসা উচিত যারা প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শিখতে চান এবং নিজেদেরকে আপডেট রেখে এগিয়ে চলতে চান। এবং ধৈর্য এই পেশার অন্যতম উপাদান যদি আপনার ধৈর্য না থাকে তবে এই কাজটি আপনার জন্য নয়। এবং যাদের চোখের সমস্যা আছে তারা এই পেশা থেকে দূরে থাকুন কারণ এই কাজটি সম্পূর্ণ কম্পিউটার নির্ভর এবং সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করতে হবে। সে ক্ষেত্রে আপনার জন্য এই কাজে অসুবিধার সম্মুখীন হতে পারেন।
Comments
Post a Comment