Tips For Staying Healthy During The Monsoon In India ।
গ্রীষ্মকালের অবসান ঘটিয়ে এসে গেছে বর্ষা । ৫০ ডিগ্রীর ওপরে এই বছর গরম পড়েছিলো , তারপর হাল্কা বৃষ্টি দিয়ে এসে গেছে বর্ষাকাল । বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগ হয় । যেমন মশার উপদ্রব বাড়ায় , তেমন বাতাসেও বিভিন্ন ব্যাক্টেরিয়া থাকে যা বিভিন্ন রোগ সৃস্টি করে ।
চর্মরোগ যেমন একজিমা , ব্রন ও সোরাইসিস দেখা যায় ।
আর মশার উপদ্রবে ম্যালেরিয়া , ডেঙ্গু হয়।
আজকে আমরা এইসব রোগ ও বর্ষায় নিজেকে কি করে ভালো রাখবো তা নিয়ে আলোচনা করবো ।
১. স্ট্রিট ফুড খেতে আমরা সবাই খুব ভালোবাসি । কিন্তু বর্ষাকালে যেহুতু দূষণ বেশি হয়, তাই বর্ষাকালে বাইরের খাবার খেলে তা থেকে শরীর খারাপ হতে পারে । বর্ষাকালে আবহাওয়া ভাইরাস ব্যাক্টেরিয়াদের জন্য অনুকূল ,তাই খাবার ও জলের মাধমে তা আমাদের শরীর প্রবেশ করে অসুস্থ করে তোলে ।
২. মশার উপদ্রব থেকে বাঁচতে ঘরে কর্পূর , ইনসেক্ট রেপেলেন্ট ব্যাবহার করতে হবে । এই সময় আন্টি ম্যালেরিয়া ওষুধ খাওয়া যেতে পারে ।
৩. এইসময় রাস্তায় জল জমে এবং নর্দমার জল রাস্তায় উঠে আসে। যতটা সম্ভব নোংরা জল দিয়ে না হাঁটা উচিত ।এর থেকে বিভিন্ন ফাংগাল ইনফেকশন হতে পারে ।
৪. রাস্তা থেকে বাড়ি ঢোকার পর ভালো করে হাত পা ধুয়ে নিতে হবে ।
৫. ত্বক পরিষ্কার রাখার জন্য দিনে দুবার স্নান করা ভালো । বাতাসের হুমিডিটি বা শৈত্য ঘাম ও বিভিন্ন টক্সিন তেরি করে, তাই চর্মরোগ থেকে দূরে থাকতে নিজেকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে ।
৬. এই সময় কখনো গরম থাকে আবার কখনো বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যায় , তাই এই সময় ঠান্ডা লাগা ও জ্বর হতে পারে । তাই অতিরিক্তি ঠান্ডা কিছু খাওয়া থেকে বিরত থাকতে হবে ।
৭. সিন্থেটিক জামাকাপড় কম ব্যাবহার করে সুতি বা লিনেন ব্যাবহার করা ভালো ।
৮. ভিটামিন সি অনাক্রমতা বাড়ায় ও ইনফেক্টশন প্রতিরোধ করে । তাই ভিটামিন সি জাতীয় খাদ্য বা ভিটামিন সি ট্যাবলেট খাওয়া যেতে পারে ।
৯. ঘরের দেয়ালে নোনা ধরলে বা ড্যাম্প হলে তা হাঁপানী বা শ্বাসকষ্ট করাই । তাই ঘরের ভিতর ও বাইরের খেয়াল রাখতে হবে ।
১০. চোখে conjuctivaitis( জয় বাংলা) , কর্নিয়াল আলসার ও আলারজি হয় এইসময় । এরকম কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করাই ভালো । এই ধরনের রোগ গুলো থেকে বাঁচতে চশমা ব্যাবহার করা উচিত এবং হাত না ধুয়ে চোখে হাত দেওয়া উচিত নয় ।
Comments
Post a Comment