Amazing Facts About The Human Body - মানব শরীরের মজাদার তথ্য
আমাদের শরীরের বেশ কিছু মজাদার তথ্য আমাদের অজানা । আজ আমরা আলোচনা করবো সেইরকম কিছু তথ্য নিয়ে, যা ভাবলে সত্যিই বেশ অদ্ভুত লাগে ।
১.শরীরের একমাত্র অংশ হলো কর্নিয়া ,যেখানে কোনো রক্ত সঞ্চালন হয় না। এটি বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে ।
২. শরীরের মধ্যে এত পরিমাণ ফ্যাট থাকে যা দিয়ে সাতখানা সাবান বানানো যাবে ।
৩. মায়ের গর্ভে ভ্রূণ এর বয়স যখন তিন মাস হয় তখন থেকেই তাদের ফিঙ্গারপ্রিন্ট তৈরী শুরু হয়ে যায় ।
৪. জন্মের সময় মানুষের শরীরে 300 টি হাড় থাকে এবং বয়স কালে মৃত্যুর সময় তার সংখ্যা হয় 206 ।
৫. হৃদপিণ্ড শরীরের বাইরেও বিট করে বা কাজ করতে সক্ষম ।
৬. আমরা যখন লজ্জা পাই, তখন পাকস্থলীর মধ্যেও তার প্রতিক্রিয়া ঘটে ।
৭. আমাদের মস্তিষ্ক 5 থেকে 10 মিনিট অবধি অক্সিজেন ছাড়া কাজ করতে পারে ।
৮. গান শোনার সময় গানের তালের সাথে আমাদের হৃদপিণ্ডের স্পন্দন পরিবর্তিত হয়।
৯. আমাদের শরীরে প্রায় এক লক্ষ মাইল শিরা-উপশিরা আছে।
১০. আমরা রাতের থেকে সকালে একটু হলেও লম্বা থাকি।
১১. জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের কান ও নাক বাড়তেই থাকে।
১২. আমরা সারা জীবনে যে পরিমাণ লালা উৎপাদন করি তা প্রায় দুটি সুইমিংপুলে ভর্তি করতে পারে ।
১৩. ক্যামেরার ভাষায় বলতে গেলে আমাদের চোখ ৫৭৬ মেগাপিক্সেল ।
১৪. আমরা প্রতি মুহূর্তে প্রায় চার পাউন্ড ব্যাক্টেরিয়া বহন করি ।
১৫. ফিঙ্গার প্রিন্টের মতো জিহ্বার ও প্রিন্ট কারোর সাথে কারোর এক হওয়া সম্ভব নয় ।
Comments
Post a Comment