HOME REMEDIES TO RELIEVE BONE AND JOINT PAIN
হাড়ের ব্যাথার কিছু ঘরোয়া টোটকা
আজকাল প্রায় সবার মুখেই শোনা যায় তারা হাড়ের ব্যাথায় কষ্ট পাচ্ছে । আজকে আমরা হাড়ের ব্যাথার কিছু ঘরোয়া টোটকা বা চিকিৎসার সম্পর্কে আলোচনা করবো ।
ব্যাথার কারণ অনেক হতে পারে । দীর্ঘকালীন বাতের ব্যাথা (Arthritis) বা চোট লাগা ব্যাথা ।
Painkiller কিছুক্ষনের জন্য ব্যাথা কমিয়ে দিলেও তার পার্শপ্রতিক্রিয়া অনেক ।
ব্যাথা কি যোগব্যায়ামে কমে ?
শুনতে অবাক লাগলেও হাড়ের ব্যাথা পুরোপুরি কমানোর জন্য যোগব্যায়াম খুবই উপকারি । তবে এক দুদিনেই ফলাফল আশা করলে হবে না ।
Exercise পেশীর ক্ষমতা বৃদ্ধি করে ও পেশীকে নমনীয় করে তোলে। Synovial Fluid এর কার্যক্ষমতা বৃদ্ধি করে, যা হারের সংযোগস্থলের ব্যাথা কমায় ।
দৈনন্দিন খাবারের দ্বারা হারের ব্যাথা কমতে পারে ?
অবশ্যই । খাবারের গুণে ব্যাথা কমতে পারে। ওমেগা 3 ফ্যাটি আসিড যুক্ত খাবার হাড়ের ফোলা কমায় । কাঠবাদামের মধ্যে ওমেগা 3 ফ্যাটি আসিডের পরিমান অনেক ।
অনেক সবজি বা ফলে ব্যাথা কমানোর আন্টি অক্সিডেন্ট থাকে । যেমন : কাঠবাদাম,পেঁয়াজ,রেড ওয়াইন প্রভৃতি ।
ঠিকঠাক ডায়েট চার্ট মেনে খাবার খেলে ওজন ও কমে, যা হাঁটুর ব্যাথা কমাতে সাহায্য করে ।
অলিভ তেলের উপকারিতা :
দিনে দুবার ব্যাথার জায়গায় অলিভের তেল লাগলে ব্যাথা কমে ।অলিভ অয়েল যে কোনো মুদিখানার দোকানেই সহজলভ্য । দের চামচ অলিভ অয়েল 200 mg ইবুপ্রোফেনের কাজ করে । অলিভ অয়েল গরম করলে তার গুনগত মান হ্রাস পায় ।
ব্যাথা কমাতে কি কি খাবেন ?
খাবারের মধ্যে কি কি থাকলে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পায় সেটা জেনে রাখা ভালো ।
১. ভিটামিন ডি
2. ক্যালসিয়াম
৩. গ্লুকোসামিন
4. ম্যাগনেসিয়াম
ব্যাথার চিকিৎসা শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যিক ।
আপনাদের জানা ঘরোয়া টোটকা আমাদের Comment Box এ জানবেন ।
Comments
Post a Comment