10 Things You Didn't Know About the Mona Lisa
মোনালিসা সম্পর্কে কিছু আশ্চর্য তথ্য
পৃথিবীর সবথেকে মূল্যবান Painting বা চিত্র হল Leonardo da Vinci এর মোনালিসা ।
পাঁচ শতাব্দীরও বেশী সময় ধরে এই চিত্রটি নিয়ে গবেষণা ও মূল্যায়ন চলে আসছে । এই চিত্রটি সকল শিল্পীকেই অনুপ্রাণিত করে । মোনালিসার ছবিটির দিকে তাকালে তার হাঁসির বৈচিত্র্য দেখা যায় , এটি একটি অত্যন্ত জীবিত ছবি । "মোনালিসা " painting এর পেছনে এক ইতিহাস আছে, যা অনেকেরই অজানা । আজ আমরা সেইসব তথ্য নিয়ে আলোচনা করবো ।

১ . " Monalisa " ছবিটির নাম নয় ।
এই ছবিটি বাস্তবে Lisa Gherardini লিসা ঘেরারদিনি র ছবি। তাঁর স্বামী Francesco del Gioconda ছবিটি লিওনার্দো ডা ভিঞ্চি কে আঁকতে দিয়েছিলেন, ১৫০৩ সালে । ছবিটির নাম ছিলো La Giocondo বা ফ্রেঞ্চ ভাষায় La Jaconde । ছবিটির নাম পরবর্তীকালে Mona Lisa করা হয়, যার মানে "My Lady Lisa" । ১৫১৯ সালে মৃত্যুর আগে অবধি লিওনার্দো ডা ভিঞ্চি ছবিটি আকছিলেন এবং তাঁর আঁকা অসমাপ্ত- ই থেকে যায় ।
২. নেপোলিয়ন ছবিটির প্রেমে পড়েছিলেন ।
১৮০০ সালে ফরাসী সম্রাটের তুইলেরিসের প্রাসাদের শোবার ঘরে এই ছবিটি চার বছর ছিলো । এই ছবিটির প্রতি তাঁর ভীষণ আকর্ষণ ছিলো এবং এই ভালো লাগা থেকেই তিনি Lisa Gherardini এর বংশধর Teresa Guadagni এর প্রেমে পড়েন ।৩. মোনালিসার ছবিটি আসলে খুদ্র ।
পৃথিবীর বিভিন্ন জায়গায় মোনালিসা -র ছবিটি অনেক বড়ো করে বাঁধানো থাকলেও আসল ছবিটি ৩০ ইঞ্চি দীর্ঘ ও ২১ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি কাঠের ওপর অয়েল পেন্টিং দিয়ে আঁকা , যার ওজন ১৮ পাউন্ড ।৪. মোনালিসার ছবিতে তাঁর ভূরু নেই ।
অনেকেই বলেন সেই সময়কার Fashion অনুযায়ী লিওনার্দো ডা ভিঞ্চি মোনালিসার ভূরু আঁকেননি।
আবার অনেকেই মনে করেন যেহেতু ছবিটি অসমাপ্ত ছিলো, তাই ছবিটিতে ভূরু আঁকা হয়নি ।
কিন্তু ২০০৭ সালে Ultra Detailed Digital Scan দিয়ে দেখা যায় ছবিটিতে eyebrow বা ভূরু আঁকা হয়েছিলো , যা সময়ের সাথে হালকা হয়ে গেছে ।
৫. বহু মানুষ মোনালিসার প্রেমে আত্মহত্যা করেছে ।
১৮৫২ সালে শিল্পী লুক মাসপেরো (Luc Maspero) পার্সিয়ান হোটেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এবং সুইসাইড নোটে লেখেন" For years I have grappled desperately with the smile, I Prefer to die. "
১৯১০ সালে একজন ব্যক্তি মোনালিসার প্রেমে আত্মহত্যা করে,ছবিটির সামনে নিজেকে গুলি করে ।
৬. মোনালিসার ছবিটিকে অত্যন্ত যত্নে রাখা হয়।
" মোনালিসা " ছবিটি Louvre's Grand Gallery যে রাখাচে, যেখানে আবহাওয়া নিয়ন্ত্রণে রাখা হয় , জায়গাটি বুলেটপ্রুফ এবং এখানকার পাহাড়াও খুব কড়া ।
৭. মোনালিসা কে আঘাত করা হয়েছিলো ।
এই ছবিটিকে বহু মানুষ নষ্ট করার চেষ্টা করে,১৯৫৬ সালে ছবিটি Ugo Ungaza Villegas পাথর দিয়ে আঘাত করে এবং তার কয়েক মাস পরে ছবিটিতে এসিড ছোড়ে, যার ফলে মোনালিসার বাম হাতটি একটু ক্ষতিগ্রস্ত হয় ।৮. মোনালিসা চুরি হয়ে যায় ।
২১ শে আগষ্ট,১৯১১ সালে মোনালিসা Louvre থেকে চুরি হয়ে যায় । এইসময় মানুষ হতাশ হয়ে পড়ে, জনসাধারণ ওই ফাঁকা দেওয়ালে (যেখানে ছবিটি রাখা থাকতো) ফুল ও অনেক চিঠি রেখে যেতো ।
৯. মোনালিসা কে চোরের হাত থেকে উদ্ধার করা হয় ।
মোনালিসকে চোরের হাত থেকে উদ্ধার করার পর ছবিটিকে অনেক মোটা,বুলেটপ্রুফ কাঁচ ও পেছনে মোটা কাঠ দিয়ে আবার ফ্রেম করানো হয় । যার ফলে এর ওজন হয় ২০০ পাউন্ড ।
১০. মোনালিসার হাসি পরিবর্তিত হয় না ।
২০০০ সালে Harvard Neuroscientist Dr Margaret Livingstone বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বোঝান ছবিটির দিকে তাকালে মনে হয় হাঁসি বা ঠোঁটের আকৃতি পরিবর্তিত হচ্ছে কিন্তু আসলে এটা আমাদের মস্তিকের FOCUS পরিবর্তনের জন্য হয় ।
Comments
Post a Comment