Skip to main content

How To Take Care Of Your Dogs - বাড়ির কুকুরের দৈনন্দিনের যত্ন ও ওষুধ

How To Take Care Of Your  Dogs

আপনার কুকুরটি যেন সুস্থ ও খুশী থাকে তার দায়িত্ব আপনাদের ই |

বাড়ির কুকুরের দৈনন্দিনের যত্ন ও ওষুধ

How To Take Care Of Your  Dogs

পৃথিবীর অন্যান্য জীবের মতোই কুকুরের দৈনন্দিন চাহিদা আছে , যা dog Owner হিসাবে আপনাকে পালন করতে হবে ।আপনার কুকুরটি যেন সুস্থ ও খুশী থাকে তার দায়িত্ব আপনাদের ই । চিন্তা করবেন না এই কাজটি খুব একটা কঠিন নয় । আর আপনার একটু পরিশ্রম আপনাকে সবথেকে কাছের বন্ধু দেবে ।
প্রথমত বাড়িতে কুকুর আনার আগে বাড়ির লোকেদের পরামর্শ নিন , কারণ বাচ্চাটির সারা জীবনের দায়িত্ব আপনাকে নিতে হবে ।
বাড়িতে যাতে কুকুরটিকে খোলা রাখতে পারেন, সেরকম জায়গা বানান , দিনে অল্প সময়ের জন্য বেঁধে রাখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই খুলে রাখতে হবে।

কয়েকটি বিষয় প্রথমেই জেনে নিতে হবে ।

১. পরিষ্কার ও সুরক্ষিত জায়গায় কুকুরটিকে রাখতে হবে ।
২.সবসময় নির্দিষ্ট জায়গায় পরিষ্কার জল রাখতে হবে ।
৩.Vaccination, Deworming ও external parasite control এর খেয়াল রাখতে হবে। যার জন্য Veterinarian বা পশুর ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ।

৪.কুকুটিকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরোনো ভালো , তার জন্য হাতে একটি লাঠি রাখবেন। নাহলে অন্য কুকুরের সাথে লড়াই লাগতে পারে । আর তা যদি সম্ভবপর না হয়, তাহলে বাড়ির উঠানে বা বাগানে Ball খেলানো যেতে পারে ।

৫.আপনার কুকুরটির সাথে সময় কাটান, পাশে পাশে থাকতে দিন তাহলে কুকুরের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, এবং কুকুরটি আপনার কিছু কথা বুঝতে পারবে ।



৬. ট্রেনিং দেওয়ার জন্য ভালো ট্রেনার নিয়োগ করতে পারেন ,  নয়তো আপনিও কিছু কথা (যেমন - Come ,Go, Eat) বারবার বলে শেখাতে পারেন।

৭.বেশ কিছু কুকুরের মাড়ির সমস্যা হয় , যার ফলে দাঁতের ক্ষয় বা দাঁত পড়ে যায় । এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আবশ্যিক ।

৮.নির্দিষ্ট সময়ের পরে নখ ও লোম কাটতে হবে । গরমকালে লোম কাটা যেতে পারে, তাতে ওরাও স্বস্তি পায় ।

৯.প্রতিদিন এক ই সময়ে খেতে দিতে হবে । খাওয়ার ২০ থেকে ৩০ মিনিট পরে ওরা বাথরুমে যেতে পারে।

কুকুরের জন্য ক্ষতিকারক কিছু খাবার


১.চকোলেট
২.ক্যাফিন
৩.পেঁয়াজ ,রসুন
৪.আলকোহল
৫.পাউরুটি, দুধজাত দ্রব্য
৬.আঙ্গুর ও কিসমিস
৭.ইস্ট দিয়ে তৈরী দ্রব্য
৮.বড়ো হার
৯.ভুট্টা
১০.Xylitol বা সুগার ফ্রী


বাড়ির কুকুরের দৈনন্দিনের যত্ন ও ওষুধকুকুরের জন্য কিছু ওষুধ যা জেনে রাখা ভালো

১. Pain Relievers বা যন্ত্রনা নিরাময়ক

 দোকান থেকে কেনা pain Killer এ Acetaminophen (Tylenol) বা ইবুপ্রোফেন থাকে, যা খুবই ক্ষতিকারক ।
দেওয়া যেতে পারে
১. Novox Carprofen (Rimadyl)

.Deracoxib(Deramaxc)
.Firocoxib ( Previcox)
.Feloxicam (Metacam)

হাড়ের ব্যথায় ওমেগা 3 ফ্যাটি এসিড দেওয়া যায় ।

2. Allery এর ওষুধ


এলারজি র জন্য এই ওষুধ গুলো ব্যাবহার করা যেতে পারে।

Diphenhydramine (Benadryl )
Loratadine (Claritin)
Cetrizine (Zyrtec)

 কিন্তু এগুলোর পার্ষপ্রতিক্রিয়ায় ঝিমুনি হতে পারে।

৩. গ্যাস্ট্রিক সমস্যার জন্য

◼পেপতো স্মল - ১ চা চামচ প্রতি ২০ পাউন্ড হিসেবে , ৪ ৬ ঘন্টা অন্তর
◼Imodium - ১ মিলিগ্রাম প্রতি ২০ পাউন্ড ওজনে , প্রতি ৪ ৬ ঘন্টা অন্তর
◼Pepcid - AC, Tagamet and Zantac

.Dramamine

কুকুরকে নিয়ে কোনো জায়গায় ট্রাভেল করার আগে শান্ত করার জন্য বেরোনোর আধ ঘন্টা আগে খাওয়ানো যেতে পারে ।
১২.৫ মিলিগ্রাম ছোটো কুকুরের জন্য
২৫ মিলিগ্রাম মাঝারি কুকুরের জন্য
৫০ মিলিগ্রাম বড়ো কুকুরের জন্য

৫. চোখ চুলকানোর জন্য ড্রপ

Systane এর কোনো পার্ষপ্রতিক্রিয়া নেই, তাই এটি ব্যবহার করা যেতে পারে।

৬.গায়ে ড্রনড্রাফ, লোম ঝরা ও উকুনের জন্য
◼ভালো কিছু শ্যাম্পু বা সাবান ব্যবহার করতে হবে
◼আন্টি পারাসিটিক শ্যাম্পু ও কিছু স্প্রে ব্যবহার করতে হবে।




আশা করি এর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও র কোনো প্রশ্ন থাকলে আমাদের তা জানাবেন ।


 আমাদের আরো কিছু আলোচনা পড়তে ক্লিক করুন👇

Amazing Facts About The Human Body - মানব শরীরের মজাদার তথ্য




Comments

Popular posts from this blog

Most Promising, Rising Female Teen Artist of 2019 - artsyypics

Most Promising, Rising Female Teen Artist of 2019 There's no denying that many new artists are rising today, but the more interesting part is that a lot of them are very young. Amazingly, this young artist (Artsyypics) already proving just how much talent She can share with the world. Profile :   Artsyypics   Real Name :   Toby From :   CA Instagram : Click Here She started her drawing career by posting artwork on Instagram . She is a Self-taught artist, has loved art since a really young age and continues to create art in various media. Hopes to improve skills even more in the future!  In a few months, she started to draw beautiful landscapes and portraits. Can you believe she's only 18 years old ?  You know I can't. But with her beautiful and unique drawings and color combination, She is set to be one of the brightest stars of her generation. She continues to wow us everyday with her style...

Maqbool Fida Husain M.F Hussain - Picasso of India

Maqbool Fida Husain M.F Hussain - Picasso of India India's best known 'art maestro' Maqbool Fida Husain popular know as MF Hussain is one of India's most charismatic artist who had redefined art to a great extent. According to Forbes magazine, he was "Picasso of India" for his wide repertoire of works of art. Date of Birth: September 17, 1915 Place of Birth: Pandharpur, Maharashtra, India Date of Death: June 9, 2011 Place of Death: London, England Professions: Painting, drawing, filmmaking Spouse: Fazila Bibi Children: Shamshad Hussain, Raisa Husain, Mustafa Husain, Owais Husain, Shafaat Husain, Aqueela Husain Father: Fida Husain Mother: Zunaib Husain Awards: Padma Bhushan (1973), Padma Vibhushan (1991) Maqbool Fida Husain was one of the most famous artists of India, known all over the world for his amazing paintings that he created during his lifetime. So huge is the popularity of his paintings that M. F. Husain was called the ...
চিঠি ............শ্রী কবিগুরু , এটা তোমাকে লেখা চিঠি দেখতে চাই তোমাকে বলতে চাই অনেক কথা তোমাকে ভালোবাসতে চাই তোমার মতো করে তোমায় ভালোবেসে হতে চাই কখনো মৃণালিণী, কখনো কাদম্বরী, কখনো বা কৃষ্ণকলি, কখনো নিন্দে করতে চাই তোমার লেখার,কখনো বা তোমার লেখার প্রশংসায় হতে চাই গুণমুগ্ধ । তোমাকে ভালোবেসে কাটাতে চাই তোমার সাথে জীবন । মৃতুন্জয় হতে কতোটা কষ্ট হয়েছিলো তোমার খুব জানতে ইচ্ছে করে, হাতে হাত রেখে পাশে থাকতে ইচ্ছে করে । জানো,তোমার মতো এতো কষ্ট এই জীবনে পাইনি.. তবুও মৃতুন্জয় হতে পারিনি এখনো.. ছাড়ো সেসব কথা ক্যামেলিয়া সত্যি ছিলো কেও? বা সেই কৃষ্ণকলি? কারোর সাথে হয়েছিলো তোমার সেই হঠাত্ দেখা? কাদম্বরীকে আমার খুব হিংসা হয়,জানো ? যদি কখনো ফিরে আসো, হঠাত্ দেখা হবে তো আমার সাথে ? বা ক্যামেলিয়া হয়ে , কোনো এক পাহাড়ের পথে ?