How To Take Care Of Your Dogs
আপনার কুকুরটি যেন সুস্থ ও খুশী থাকে তার দায়িত্ব আপনাদের ই |
বাড়ির কুকুরের দৈনন্দিনের যত্ন ও ওষুধ
পৃথিবীর অন্যান্য জীবের মতোই কুকুরের দৈনন্দিন চাহিদা আছে , যা dog Owner হিসাবে আপনাকে পালন করতে হবে ।আপনার কুকুরটি যেন সুস্থ ও খুশী থাকে তার দায়িত্ব আপনাদের ই । চিন্তা করবেন না এই কাজটি খুব একটা কঠিন নয় । আর আপনার একটু পরিশ্রম আপনাকে সবথেকে কাছের বন্ধু দেবে ।
প্রথমত বাড়িতে কুকুর আনার আগে বাড়ির লোকেদের পরামর্শ নিন , কারণ বাচ্চাটির সারা জীবনের দায়িত্ব আপনাকে নিতে হবে ।
বাড়িতে যাতে কুকুরটিকে খোলা রাখতে পারেন, সেরকম জায়গা বানান , দিনে অল্প সময়ের জন্য বেঁধে রাখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই খুলে রাখতে হবে।
কয়েকটি বিষয় প্রথমেই জেনে নিতে হবে ।
১. পরিষ্কার ও সুরক্ষিত জায়গায় কুকুরটিকে রাখতে হবে ।
২.সবসময় নির্দিষ্ট জায়গায় পরিষ্কার জল রাখতে হবে ।
৩.Vaccination, Deworming ও external parasite control এর খেয়াল রাখতে হবে। যার জন্য Veterinarian বা পশুর ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ।
৪.কুকুটিকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরোনো ভালো , তার জন্য হাতে একটি লাঠি রাখবেন। নাহলে অন্য কুকুরের সাথে লড়াই লাগতে পারে । আর তা যদি সম্ভবপর না হয়, তাহলে বাড়ির উঠানে বা বাগানে Ball খেলানো যেতে পারে ।
৫.আপনার কুকুরটির সাথে সময় কাটান, পাশে পাশে থাকতে দিন তাহলে কুকুরের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, এবং কুকুরটি আপনার কিছু কথা বুঝতে পারবে ।
৬. ট্রেনিং দেওয়ার জন্য ভালো ট্রেনার নিয়োগ করতে পারেন , নয়তো আপনিও কিছু কথা (যেমন - Come ,Go, Eat) বারবার বলে শেখাতে পারেন।
৭.বেশ কিছু কুকুরের মাড়ির সমস্যা হয় , যার ফলে দাঁতের ক্ষয় বা দাঁত পড়ে যায় । এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আবশ্যিক ।
৮.নির্দিষ্ট সময়ের পরে নখ ও লোম কাটতে হবে । গরমকালে লোম কাটা যেতে পারে, তাতে ওরাও স্বস্তি পায় ।
৯.প্রতিদিন এক ই সময়ে খেতে দিতে হবে । খাওয়ার ২০ থেকে ৩০ মিনিট পরে ওরা বাথরুমে যেতে পারে।
কুকুরের জন্য ক্ষতিকারক কিছু খাবার
১.চকোলেট
২.ক্যাফিন
৩.পেঁয়াজ ,রসুন
৪.আলকোহল
৫.পাউরুটি, দুধজাত দ্রব্য
৬.আঙ্গুর ও কিসমিস
৭.ইস্ট দিয়ে তৈরী দ্রব্য
৮.বড়ো হার
৯.ভুট্টা
১০.Xylitol বা সুগার ফ্রী
কুকুরের জন্য কিছু ওষুধ যা জেনে রাখা ভালো
১. Pain Relievers বা যন্ত্রনা নিরাময়ক
দোকান থেকে কেনা pain Killer এ Acetaminophen (Tylenol) বা ইবুপ্রোফেন থাকে, যা খুবই ক্ষতিকারক ।দেওয়া যেতে পারে
১. Novox Carprofen (Rimadyl)
২
৩
৪
হাড়ের ব্যথায় ওমেগা 3 ফ্যাটি এসিড দেওয়া যায় ।
2. Allery এর ওষুধ
এলারজি র জন্য এই ওষুধ গুলো ব্যাবহার করা যেতে পারে।
Diphenhydramine (Benadryl
Loratadine (Claritin)
কিন্তু এগুলোর পার্ষপ্রতিক্রিয়ায় ঝিমুনি হতে পারে।
৩. গ্যাস্ট্রিক সমস্যার জন্য
◼পেপতো স্মল - ১ চা চামচ প্রতি ২০ পাউন্ড হিসেবে , ৪ ৬ ঘন্টা অন্তর◼Imodium - ১ মিলিগ্রাম প্রতি ২০ পাউন্ড ওজনে , প্রতি ৪ ৬ ঘন্টা অন্তর
◼Pepcid - AC, Tagamet and Zantac
৪. Dramamine
কুকুরকে নিয়ে কোনো জায়গায় ট্রাভেল করার আগে শান্ত করার জন্য বেরোনোর আধ ঘন্টা আগে খাওয়ানো যেতে পারে ।১২.৫ মিলিগ্রাম ছোটো কুকুরের জন্য
২৫ মিলিগ্রাম মাঝারি কুকুরের জন্য
৫০ মিলিগ্রাম বড়ো কুকুরের জন্য
৫. চোখ চুলকানোর জন্য ড্রপ
Systane এর কোনো পার্ষপ্রতিক্রিয়া নেই, তাই এটি ব্যবহার করা যেতে পারে।৬.গায়ে ড্রনড্রাফ, লোম ঝরা ও উকুনের জন্য
◼ভালো কিছু শ্যাম্পু বা সাবান ব্যবহার করতে হবে
◼আন্টি পারাসিটিক শ্যাম্পু ও কিছু স্প্রে ব্যবহার করতে হবে।
আশা করি এর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও র কোনো প্রশ্ন থাকলে আমাদের তা জানাবেন ।
আমাদের আরো কিছু আলোচনা পড়তে ক্লিক করুন👇
Comments
Post a Comment